পণ্যের মান আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতাকে ভাল মানে পণ্য সরবরাহ করার উপরেই আমাদের ব্যবসার ভবিষ্যত নির্ভরশীল। তাই পণ্যের মানের ব্যাপারে আমরা কোন ধরণের আপোস করি না। প্রি-অর্ডার সেকশনে একজন ক্রেতা তার পছন্দের খাবার, ভেষজ পণ্য বা অন্য যে কোন ধরণের পণ্য যা বাংলাদেশের নির্দিষ্ট জেলায় পাওয়া যায় তা অর্ডার করতে পারে এবং আমরা ক্রেতাকে সেই পণ্য সরবরাহ করব। আমরা যেখানে পণ্য প্রস্তুত বা উৎপাদন করা হয় সেখান থেকে সরাসরি নিজেদের নিবিড় তত্ত্বাবধানে আমাদের ক্রেতার জন্যে পণ্য সংগ্রহ করব এবং এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময়সাপেক্ষ। ক্রেতা যাতে সহজে তাদের পণ্য পেতে পারে সেই জন্যেই আমরা এই প্রি-অর্ডার সেকশনটি চালু করা হয়েছে।