কেচোঁ কম্পোস্ট তৈরির জন্য এসব গর্ত গোবর ও মাটি দিয়ে ভর্তি করার পর এতে প্রায় ২ হাজার কেচোঁ প্রয়োগ করতে হয়। কেচোঁ প্রয়োগের পর গর্তের উপরিভাগ পাটের ভিজানো চট দিয়ে ঢেকে দিতে হবে এবং সারের গুণগত মান বজায় রাখার জন্য গর্তেও উপরিভাগে ছায়া প্রদানের ব্যবস্থা খুবই জরুরি। অন্যান্য কম্পোস্ট তৈরির চেয়ে কেচোঁ কম্পোস্ট তৈরি করতে সময় কম লাগে। এছাড়া গবেষণায় দেখা গেছে একটি আদর্শ ভার্মিকম্পোস্ট ১.৫৭% নাইট্রোজেন, ১.২৬% ফসফরাস, ২.৬০% পটাশ, ০.৭৪% সালফার, ০.৬৬% ম্যাগনেশিয়াম, ০.০৬% বোরণ রয়েছে। এছাড়া কেচোঁ কম্পোস্টে অন্যান্য কম্পোস্টের চেয়ে প্রায় ৭-১০ ভাগ পুষ্টিমান বেশি থাকে।
ভার্মি কম্পোস্ট সারের গুণাগুণ ও উপকারিতা : ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। মাটিতে পানি ধারণক্ষমতা বাড়ায়। জমিতে হাল চাষ করতে সহজ হয়। সহজে সংরক্ষণ ও বাজারজাত করা যায়। মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বৃদ্ধি করে। গাছের প্রয়োজনীয় ১৬টি খাদ্য উৎপাদনের অধিকাংশই এতে থাকে। অধিক ফসল উৎপাদন হয়। উৎপাদিত ফসলের গুণগতমান ভালো হয়। মাটির গঠন উন্নত করে। মাটির পিএইচের মাত্রা নিয়ন্ত্রণসহ মাটির বিষক্রিয়া দূর করে। এ সারের গুণাগুণ মাটিতে দীর্ঘদিন অবশিষ্ট থাকে বলে পরবর্তী ফসলে সারের পরিমাণ কম লাগে।
Reviews
There are no reviews yet.